প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মক্কায় হোটেলে আগুনে ৮ ওমরাহ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৩ ১১:২২:০৭ | আপডেট: ১ year আগে
মক্কায় হোটেলে আগুনে ৮ ওমরাহ যাত্রীর মৃত্যু
ছবি: ডন

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে আগুন লেগে অন্তত ৮ পাকিস্তানি ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এক বিবৃতি দেশটির পররাষ্ট্র দপ্তর (এফও) এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

এফও’র এক বিবৃতি বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাকিস্তানের আটজন নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছে। জেদ্দায় আমাদের মিশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহায়তা দেয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।

এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় , মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়াও আহতদের চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।