প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মণিপুরে ফের সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৩ ১৩:২৯:০৩ | আপডেট: ২ years আগে
মণিপুরে ফের সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫
সন্ত্রাসীরা রাজ্যের সেরোউ ও সুগুনু এলাকায় অনেক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ফের সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববারের এ সংঘর্ষে এক পুলিশসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা রাজ্যের সেরোউ ও সুগুনু এলাকায় অনেক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এরপরেই রাজ্যের বিভিন্ন অংশে নতুন করে সংঘাত বাধে। রাজ্যটিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে নতুন করে এ সংঘাত দেখা দিল।

এর আগে রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং সাংবাদিকদের বলেছেন, সন্ত্রাসীরা এম-১৬ এবং একে-৪৭ রাইফেল ও স্নাইপার বন্দুক বেসামরিক লোকদের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা বহু গ্রামে এসে বাড়ি পুড়িয়ে দিয়েছে।

বিরেন সিং বলেন, ‘সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর সাহায্য নিয়ে আমরা তাদের বিরুদ্ধে অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছি। আমাদের কাছে ৪০ জন সন্ত্রাসী নিহতের রিপোর্ট এসেছে। আমি তাদের কুকি জঙ্গি বলব না, তারা কুকি সন্ত্রাসী। তারা নিরস্ত্র বেসামরিকদের গুলি করছে।’

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বিদ্রোহীরা ধারাবাহিকভাবে ইম্ফালের পাঁচটি এলাকা ও এর আশেপাশে রাত ২টায় হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং এবং সেরউ এলাকায় হামলায় ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও অনেক এলাকায় বন্দুকযুদ্ধ চলছে বলে। সেইসঙ্গে রাস্তায় অজ্ঞাত লাশ পড়ে আছে।

এর আগে রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মণিপুরে যান দেশটির সেনাপ্রধান মনোজ পান্ডে।