প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মদিনায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী, বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২২ ১৪:২১:৩৮ | আপডেট: ২ years আগে
মদিনায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী, বিক্ষোভ

মদিনার মসজিদে নববিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ তার সফর সঙ্গীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ওমরাহ পালনকারী পাকিস্তানের নাগরিকদের একটি দল। এ সময় তারা শেহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ‘চোর’ বলে স্লোগান দেয়। খবর ডনের।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার প্রতিনিধি দল নিয়ে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছান।

তার সঙ্গে রয়েছেন, বিলাওয়াল ভুট্টো-জারদারি, মিফতাহ ইসমাইল, নবাবজাদা শাহজাইন বুগতি, মরিয়ম আওরঙ্গজেব, খাজা আসিফ, চৌধুরী সালিক হুসেন, ডক্টর খালিদ মকবুল সিদ্দিকী, মহসিন দাওয়ার এবং মাওলানা তাহির আশরাফিসহ অনেকে।

তারা বৃহস্পতিবার বিকেলে সৌদি পৌঁছেন এবং পরে মসজিদে নববিতে নামাজ আদায় করেন। এ সময় তারা পাকিস্তানী ওমরাহকারীদের বিক্ষোভের মুখে পড়েন।

ডনের খবরে বলা হয়, গতকাল পবিত্র মসজিদে দুর্ভাগ্যজনক দৃশ্য প্রত্যক্ষ করা হয়েছিল, যখন প্রধানমন্ত্রী শেহবাজ এবং তার প্রতিনিধিদল সেখানে পৌঁছান। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও অনুসারে, মসজিদে পাকিস্তানি তীর্থযাত্রীরা প্রধানমন্ত্রীকে দেখার সাথে সাথে ‘চোর’ বলে স্লোগান দিতে শুরু করে।

অন্য একটি ভিডিওতে, তীর্থযাত্রীদের ফেডারেল মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং শাহজাইন বুগতির বিরুদ্ধে গালিগালাজ করতে এবং অপমানজনক স্লোগান দিতে দেখা যায়।

এ ঘটনার পর প্রতিক্রিয়ায় একটি ভিডিও বার্তায় মন্ত্রী আওরঙ্গজেব বলেন, এ কাজটি একটি “নির্বাচিত গোষ্ঠী” দ্বারা সংঘটিত হয়েছিল। কারণ, বেশিরভাগ পাকিস্তানি পবিত্র মসজিদের পবিত্রতাকে সম্মান করে।

তিনি বলেন, ‘আমি এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির নাম বলতে চাই না, কারণ আমি এই পবিত্র ভূমিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাই না।’

তিনি আরও বলেন, তিনি এ জাতীয় লোকদের জন্য নির্দেশনার জন্য প্রার্থনা করেছিলেন। তবে, এসব লোক আমাদের সমাজকে যেভাবে ক্ষতিগ্রস্থ করেছে তা ঠিক করতে আমাদের সময় লাগবে এবং আমরা কেবল একটি ইতিবাচক মনোভাবের মাধ্যমে তা করতে পারি।