প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মরক্কোর পাহাড়ি এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩ ০৯:২৭:৩৪ | আপডেট: ১ year আগে
মরক্কোর পাহাড়ি এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে রোববার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটি ভয়াবহ দুর্ঘটনা বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপিকে বলেছে, একটি মিনিবাস দেমনাত শহরে যাচ্ছিল। সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। পথিমধ্যেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে দেশটির পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে- তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এমএপির খবরে বলা হয়েছে।