মদিনার মসজিদে নববীর সাবেক ইমাম আল-শায়েখ কারী মোহাম্মদ খলিল মারা গেছেন। সোমবার পাকিস্তানি বংশোদ্ভূত এই ইমাম মারা যান। একই দিন মাগরিবের নামাযের পর মসজিদে নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের দুই প্রধান মসজিদ, মসজিদে নববী এবং মসজিদে হারামের যৌথ টুইটার পেইজ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসলাম বিষয়ক ওয়েবসাইট ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-শায়েখ কারী মোহাম্মদ খলিল সোমবার মদিনায় মারা যান। তার আদি নিবাস পাকিস্তানের আজাদ কাশ্মীরে।
আল-শায়েখ কারী মোহাম্মদ খলিল মসজিদে নববীতে দীর্ঘদিন ইমামতি করেছেন। এছাড়া তিনি ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবায়ও ইমামতি করেছেন দীর্ঘ সময়।
মসজিদে নববীর এই ইমামের মৃত্যুতে বিশ্ব মুসলিম উম্মাহ শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানি হওয়ায় দেশটির জনগণ এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।