প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মহা চ্যালেঞ্জে ব্রিটিশ প্রধানমন্ত্রী, মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২২ ১৩:১৪:০৪ | আপডেট: ২ years আগে
মহা চ্যালেঞ্জে ব্রিটিশ প্রধানমন্ত্রী, মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

পদত্যাগের হিড়িক পড়েছে যুক্তরাজ্যের মন্ত্রিসভায়। এরই মধ্যে দুই দিনে সরকারি দায়িত্ব থেকে মন্ত্রী ও তাদের সহযোগী মিলে ৪৯ জন পদত্যাগ করেছেন বলে জানা গেছে। সবশেষ ৫০তম ব্যক্তি হিসেবে পদত্যাগ করেছেন দেশটির বিজ্ঞানমন্ত্রী জর্জ ফ্রিম্যান। একের পর এক মন্ত্রী ইস্তফা দিলেও তা আমলেই নিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে টিকে তাথা তার জন্য এখন মহা চ্যালেঞ্জ। খবর বিবিসি’র।

এক নজরে দেখে নিন পদত্যাগকারীদের নামের তালিকা

মন্ত্রিপরিষদ
১. চ্যান্সেলর ঋষি সুনাক
২. স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
৩. ওয়েলস বিষয়ক মন্ত্রী সাইমন হার্ট

মন্ত্রী

১. উইল কুইন্স (শিক্ষামন্ত্রী)
২. অ্যালেক্স চাক (সলিসিটর জেনারেল)
৩. রবিন ওয়াকার (শিক্ষামন্ত্রী)
৪. জন গ্লেন (অর্থমন্ত্রী)
৫. ভিক্টোরিয়া অ্যাটকিন্স (বিচার বিষয়ক মন্ত্রী)
৬. জো চার্চিল (পরিবেশ মন্ত্রী)
৭. স্টুয়ার্ট অ্যান্ড্রু (গৃহায়ন মন্ত্রী)
৮. কেমি বাদেনচ (স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী)
৯. নেইল ও’ ব্রায়েন (স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী)
১০. অ্যালেক্স বার্ঘার্ট (শিক্ষামন্ত্রী)
১১. লি রাউলি (বাণিজ্য মন্ত্রী)
১২. জুলিয়া লোপেজ (সংস্কৃতি বিষয়ক মন্ত্রী)
১৩. মিমস ডেভিস (কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী)
১৪. রাচেল ম্যাকলিয়ান (স্বরাষ্ট্রমন্ত্রী)
১৫. মাইক ফ্রির (সমতা বিষয়ক মন্ত্রী)
১৬. এডওয়ার্ড আর্গার (স্বাস্থ্যমন্ত্রী)

পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারিজ

১. জোনাথান গালিস (উত্তর আয়ারল্যান্ড কার্যালয়)
২. সাকিব ভাট্টি (স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগ)
৩. নিকোলা রিকার্ডস (পরিবহন বিভাগ)
৪. ভার্জিনিয়া ক্রসবি (ওয়েলস কার্যালয়)
৫. লরা ট্রট (পরিবহন বিভাগ)
৬. ফেলিসিটি বুচান (বাণিজ্য, শক্তি ও শিল্প কৌশল বিভাগ)
৭. সেলাইন স্যাক্সবি (কোষাগার)
৮. ক্লেয়ার কৌতিনহো (কোষাগার)
৯. ডেভিড জনস্টন (শিক্ষা বিভাগ)
১০. ডানকান বেকার (স্থানীয় সরকার বিভাগ)
১১. ক্রেইগ উইলিয়ামস (কোষাগার)
১২. মার্ক লোগান (উত্তর আয়ারল্যান্ড কার্যালয়)
১৩. সারা ব্রিটক্লিফ (শিক্ষা বিভাগ)
১৪. রুথ এডওয়ার্ডস (স্কটিস কার্যালয়)
১৫. পিটার গিবসন (অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ)
১৬. জেমস সান্ডারল্যান্ড (পরিবেশ, খাদ্য ও পল্লী বিষয়ক বিভাগ)
১৭. জ্যাকব ইয়ং (স্থানীয় সরকার বিভাগ)
১৮. মার্ক ফ্লেচার (বাণিজ্য, শক্তি ও শিল্প কৌশল বিভাগ)
১৯. জেমস ডালি (কর্ম ও পেনশন বিভাগ)
২০. ডানি ক্রুগার (স্থানীয় সরকার বিভাগ)
২১. গ্যারেথ ডেভিস (স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগ)

অন্যান্য

১. বিম আফোলামি (কনজারভেটি পার্টির যুব বিষয়ক ভাইস-চেয়ারম্যান
২. অ্যান্ড্রু মুরিসন (মরক্কোয় নিযুক্ত বাণিজ্যদূত)
৩. থিওডোরা ক্লার্ক (কেনিয়ায় নিযুক্ত বাণিজ্যদূত)
৪. ডেভিড ডুগুইড (আঙ্গোলা ও জাম্বিয়ায় নিযুক্ত বাণিজ্যদূত)
৫. ডেভিড মুন্ডেল (নিউজিল্যান্ডে নিযুক্ত বাণিজ্যদূত)

বরখাস্ত

১. মাইকেল গোভ (গৃহায়ন, সম্প্রদায় ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী)