প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মহানবীকে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২২ ১৭:১৩:০০ | আপডেট: ২ years আগে
মহানবীকে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেতা গ্রেপ্তার
রাজা সিং (সংগৃহীত ছবি)

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বিধায়ক রাজা সিং। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্য বিজেপির বিধায়ক।

সোমবার রাতে এর বিরুদ্ধে হায়দরাবাদে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এরপরই মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

কমেডিয়ান মুননাওয়ার ফারুক এবং তার কমেডি শো-এর সমালোচনা করে সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ১০ মিনিটের ভিডিও পোস্ট করেছিলেন বিজেপি বিধায়ক রাজা সিং। সেই ভিডিওতেই ওই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

এর আগে গত শুক্রবার হায়দারাবাদে মুন্নাওয়ার ফারুকির শো বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিলেন বিজেপি বিধায়ক। ওইদিনও তাকে হেফাজতে নিয়েছিল পুলিশ।

১০ মিনিটের ভিডিওতে বিজেপি বিধায়ককে বলতে শোনা যায়, “এই প্রথম কোনো ভিডিওতে আমি এভাবে কথা বলছি। কারণ কি? কারণ এক ব্যক্তি আমার ভগবান রাম ও সীতা মাকে গালিগালাজ করেছে। সে আমার দেবতাদের নিয়ে কমেডি করেছে। আজ আর কোনো উপায় না পেয়ে আমি তোমার মাকে নিয়ে কমেডি করছি। এটা আমার কাছে যন্ত্রণার।”

স্থানীয় গণমাধ্যমে হায়দরাবাদ ওয়েস্ট জ়োন পুলিশের ডিসিপি জোয়েল ডেভিস জানিয়েছেন, বিজেপি বিধায়ক রাজা সিং এর বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ পেয়েছি। তারপরই এদিন তাকে গ্রেপ্তার করা হয়। তবে, বিজেপি বিধায়কের দাবি, পুলিশ কীসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করলো, তা তিনি বুঝতে পারছেন না। তার দাবি, তিনি কোনও বিশেষ সম্প্রদয়ের নাম করেননি। তার তৈরি ভিডিওটি ছিল একমাত্র মুন্নাওয়ার ফারুকির বিরুদ্ধে। কারও ভাবাবেগে আঘাত করতে চাননি বলেই দাবি করেছেন তিনি।

রাজা সিং এর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে হায়দরাবাদের সাংসদ তথা এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেছেন, এটা মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার জন্য বিজেপির ইচ্ছাকৃত প্রচেষ্টা। বিষয়টি নূপুর শর্মা মামলার ধারাবাহিকতা বলেই দাবি করেছেন তিনি। বিজেপি বিধায়কের ওই ভিডিও নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, “বিজেপি হায়দরাবাদে শান্তির পরিবেশ দেখতে পারে না। দেশের সামাজিক কাঠামো ভেঙে দিতে চায় বিজেপি।”