ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণের পাশাপাশি ভূমিধসের ফলে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। সোমবার পর্যন্ত মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। এতে এখনও নিখোঁজ রয়েছেন ১০০ জন।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে জনানো হয়, ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মৃত ১৯২ জনের মধ্যে গতকাল সোমবার পর্যন্ত রায়গড়ে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে। সাঁতরায় ৪১ জন, রত্নগিরিতে ২১ জন, থানে ১২ জন, কোলাপুরে ৭ জন, মুম্বাইয়ে ৪ জন এবং সিন্ধুদুর্গ-পুনে-ওয়ারদা-আকোলা জেলায় ২ জন করে মারা গেছেন।
রায়গড় জেলা কালেক্টর নিধি চৌধুরী বলেন, তালাইয়ে গ্রামের ভূমি ধসের স্থান থেকে ৫৩টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এছাড়া পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এখনও আরও ৩১ জন নিখোঁজ রয়েছে। তাদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মৃত ঘোষণা করা হবে।
গত কয়েক দিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। আগামী তিনদিনও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।