প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে নারী কর্মচারীদের প্রবেশে তালেবানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১ ১১:১১:৩১ | আপডেট: ৩ years আগে
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে নারী কর্মচারীদের প্রবেশে তালেবানের নিষেধাজ্ঞা

আফগানিস্তানে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে নারী কর্মচারীদের প্রবেশে তালেবান বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মন্ত্রণালয়ের এক নারী কর্মচারী।

তিনি জানান, ভবনে কেবল পুরুষদের প্রবেশের অনুমতি দিয়েছে তালেবান।

মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত ওই নারী কর্মচারীর উদ্ধৃতি দিয়ে স্পুটনিক জানায়, চার নারী কর্মচারীর কাউকেই ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিকে দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ে নারী কর্মচারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের এই পদক্ষেপের প্রতিবাদ করতে চান তারা।

২০ বছর পর তালেবানরা ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বিশেষজ্ঞরা ধারণা করছেন, তালেবান শাসনের অধীনে আফগান নারীদের আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত মাসে কাবুল দখল করার পর তালেবান আশ্বাস দিয়েছিল, ইসলামের ভিত্তিতে নারীদের অধিকার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান ইসলামের উপর ভিত্তি করে নারীদের তাদের অধিকার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য এবং অন্য খাতে যেখানে প্রয়োজন সেখানে নারীরা কাজ করতে পারবে। নারীদের প্রতি কোন বৈষম্য করা হবে না।

কিন্তু তালেবান ধীরে ধীরে তাদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায়। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগেই নারী-পুরুষ সহশিক্ষা নিষিদ্ধ করার ঘোষণা দেয় তারা।