প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মারা গেছেন বিতর্কিত ও সমালোচিত কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২১ ১৫:২৭:২২ | আপডেট: ৩ years আগে
মারা গেছেন বিতর্কিত ও সমালোচিত কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড
কার্ট ওয়েস্টারগার্ড

মারা গেছেন বিতর্কিত ও সমালোচিত কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন ৮৬ বছর বয়সি ড্যানিশ এই কার্টুনিস্ট।

রোববার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

২০০৫ সালে মহানবী (স:) কে অবমাননা করে কার্টুন একেঁ বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তোলেন ওয়েস্টারগার্ড। জিল্যান্ড- পোস্ট্যান নামক বিতর্কিত একটি পত্রিকায় ওই কার্টুন প্রকাশিত হয়। এরপরই দেশে দেশে চলে বিক্ষোভ এবং প্রতিবাদ। বিভিন্ন দেশে অবস্থিত ডেনমার্কের দূতাবাসে হামলাও চালানো হয়। সহিংসতায় প্রাণ যায় বহু মানুষের।

কার্ট ওয়েস্টারগার্ড আরেক বিতর্কিত পত্রিকা শার্লি এবদোতেও মহানবী (স:) কে অবমাননা করে কার্টুন আঁকতেন। ২০১৫ সালে ফরাসী ওই পত্রিকায় চালানো হামলায় ১২ জন প্রাণ হারায়।

ডেনমার্কের নাগরিক কার্ট ওয়েস্টারগার্ড ১৯৮০’র দশক থেকেই রক্ষণশীল পত্রিকা জিল্যান্ড-পোস্টেন এ কার্টুনিস্ট হিসেবে কাজ করা শুরু করেন।