ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের এক থিয়েটারে রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে তিনশ’ জন নিহত হয়েছেন।
শুক্রবার এমন দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সম্প্রতি ওই থিয়েটারে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ইউক্রেনের কর্তৃপক্ষ বলেছেন, সেখানে তিনশ' মানুষ প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে জানায়, হামলার পর শতাধিক মানুষকে ধ্বংস্তূপ থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে শিশুও ছিল। রুশ হামলা থেকে প্রাণে বাঁচতে এক হাজারের মতো মানুষ ভনটিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় থিয়েটারটির। এমন দাবি করে কিয়েভ। যদিও ওই হামলার ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে মস্কো।
ইউক্রেন সরকারের অভিযোগ, অভিযানের শুরু থেকেই মারিউপোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের বেসামিরক স্থাপনা টার্গেট করে বোমা হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী।