ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ নগরী মারিউপোলে প্রায় ৫,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও শহরটিতে নতুন মেয়র ঘোষণা করেছে রুশসমর্থিত বাহিনী।
রুশ বার্তা সংস্থা তাসের খবরে জানানো হয়, বিচ্ছিন্ন ডোনেৎস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন গত বুধবার নগরীর নতুন মেয়রের নাম ঘোষণা করেছেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মারিউপোলে কমপক্ষে ৫,০০০ লোক নিহত হয়েছে। এছাড়াও নগরীতে হাজার হাজার লোক হতাহত হয়েছে এবং নগরীর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
মেয়র কনস্ট্যান্টিন ইভাশচেঙ্কো বলেছেন, নগরীর প্রায় ৬০-৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। মারিউপোল ছেড়ে চলে গেছে ২ লাখ ৫০ হাজার বাসিন্দা।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে মারিউপোল অবরোধ করে রেখেছে রুশ সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু ইউক্রেনের প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হচ্ছে তারা।