দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে বিমান দুর্ঘটনায় দেশটির নৌবাহিনীর ৭ নাবিক আহত হয়েছেন।
সোমবার বিমানবাহী একটি রণতরীতে নৌবাহিনীর এফ-৩৫ সি যুদ্ধবিমান অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
ইউএস প্যাসিফিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, স্টিলথ কমব্যাট যুদ্ধবিমান এফ-৩৫ সি লাইটনিং ২ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইউএসএস কার্ল ভিনসনে অবতরণের চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মোট ৭ নাবিক আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে চিকিৎসার জন্য ম্যানিলায় পাঠানো হয়েছে। বাকি চার জনকে রণতরীতে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার শিকার যুদ্ধবিমানের পাইলট বিমান থেকে বের হওয়ার পর একটি হেলিকপ্টার দিয়ে তাকে উদ্ধার করা হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তবে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য অথবা এয়ারক্রাফটের পরিণতি সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্যাসিফিক ফ্লিট বলেছে, এ বিষয়ে তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।