ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিবেশী দুই দেশ মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় পাঁচ দিনের সফরে যাবেন।
শনিবার থেকে টানা পাঁচদিনের সফর শেষে ভারতে ফিরবেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এস জয়শঙ্কর ২৬-২৭ মার্চ মালদ্বীপ এবং ২৮ থেকে ৩০ মার্চ শ্রীলঙ্কায় সফরের সময় বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষর করবেন।
বিবৃতিতে আরও জানানো হয়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের আদ্দু শহর সফর করবেন। এসময় তিনি দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র সঙ্গে সাক্ষাত করবেন এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
এতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর -এ সফরে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা, মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং দেশটির নিরাপত্তা বৃদ্ধিতে অবদান রাখবে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভারত-সমর্থিত প্রকল্পের উদ্বোধন/হস্তান্তর-এর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার জয়শঙ্কর কলম্বো সফরকালে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
গত কয়েকদিন আগে, খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির অনুমতি দিয়ে দ্বীপ দেশটিকে তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য ভারত শ্রীলঙ্কায় এক বিলিয়ন ডলার ঋণ সুবিধা দিয়েছে।