মালদ্বীপের রাজধানী মালেতে এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর হিন্দুস্তান টাইমস
একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মালের মাফান্নু এলাকার একটি বাড়িতে থাকতেন শ্রমিকরা। যেখানে আগুন লেগেছে এটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত।
স্থানীয় কর্তৃপক্ষ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেশটির দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আমরা ১০ জনের লাশ উদ্ধার করেছি। এর মধ্যে একজন বাংলাদেশি ও বাকি ৯ জন্য ভারতীয় নাগরিক। এছাড়া আগুনে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।