প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মালিতে স্বর্ণ খনি ধসে নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪ ১০:৪১:৩৫ | আপডেট: ৩ মাস আগে
মালিতে স্বর্ণ খনি ধসে নিহত ৭০

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে একটি স্বর্ণের খনিতে টানেল ধসে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন।

স্বর্ণ খনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদিবে বলেছেন, ‘ওই খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল। আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।’

মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।

এদিকে মালির সরকার ‘শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা’ প্রকাশ করেছে। এ ছাড়া খনি এলাকার কাছাকাছি বসবাসকারী পরিবারকে নিরাপত্তার বিধানগুলো মেনে চলতে বলা হয়েছে।