প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী হচ্ছেন জাহিদ হামিদি

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২ ২১:২০:৩৪ | আপডেট: ১ year আগে
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী হচ্ছেন জাহিদ হামিদি

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন দাতুক সেরি ড. আহমেদ জাহিদ হামিদি।

আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভায় বারিসান ন্যাশনাল থেকে দাতুক সেরি ড. আহমেদ জাহিদ হামিদিকে উপপ্রধানমন্ত্রী এবং গাবুঙ্গান পার্টি সারাওয়াক (জিপিএস) থেকে দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফকে সহকারী প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারের হাতে থাকছেন অর্থমন্ত্রী ও উপপ্রধান মন্ত্রী ফাদিল্লাহ হবেন কৃষি ও পণ্যমন্ত্রী।

পাকাতানের নেতৃত্বাধীন ঐক্য সরকার দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও অ্যান্থনি লোক নতুন পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দেশটিতে নতুন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ডা. জালিহা মুস্তফা।

নবগঠিত মন্ত্রিসভায় অন্যান্যরা হলেন:

অর্থ মন্ত্রী পান্ডান এমপি রাফিজি রামলি, স্থানীয় সরকার মন্ত্রী– তেলুক ইন্টান এমপি এনগা কোর মিং, ডিফেন্স মন্ত্রী– রেম্বাউ এমপি দাতুক সেরি মোহাম্মদ হাসান, কর্ম মন্ত্রী– কাপিট এমপি দাতুক সেরি আলেকজান্ডার নান্তা লিঙ্গি, হোম মিনিস্ট্রি – পিকেআর সেক্রেটারি-জেনারেল দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী – দাতুক সেরি টেংকু জাফরুল টেংকু আব্দুল আজিজ, উচ্চশিক্ষা মন্ত্রী– কোটা টিংগি এমপি দাতুক সেরি মোহাম্মদ খালেদ নর্ডিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী– টিজি মালিম এমপি চ্যাং লিহ কাং, নারী, পরিবার এবং সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী– বাতাং সাদং এমপি দাতুক সেরি ন্যান্সি শুকরি, গার্হস্থ্য বাণিজ্য এবং জীবনযাত্রার ব্যয় মন্ত্রী– পুলাই এমপি দাতুক সেরি সালাহউদ্দিন আইয়ুব, আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার (প্রধানমন্ত্রীর বিভাগ) মন্ত্রী- পেঙ্গেরাং এমপি দাতুক সেরি আজালিনা ওথমান, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী- সেতিয়াওয়াংসা এমপি নিক নাজমি নিক আহমেদ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী- বারিসান ন্যাশনালের সেক্রেটারি-জেনারেল জাম্বেরি আব্দুল কাউদ্দিক।