প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১২:২২:০০ | আপডেট: ১ year আগে
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৮
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গভীর রাতে ভূমিধসের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৩ জনকে উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে অনেকে। খবর রয়টার্সের।

শুক্রবার কুয়ালালামপুরের সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে ভূমিধসের ঘটনাটি ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

রয়টার্স বলছে, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৩ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে বিভাগটি জানিয়েছে। এই ঘটনায় ৮ জন নিহত হওয়া ছাড়াও সাতজন আহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা।

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।

এ বিষয়ে মালয়েশিয়ার প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী নিক নাজমি নিক আহমেদ টুইটারে বলেছেন, আমি প্রার্থনা করছি যে, নিখোঁজদের যেন শিগগিরই নিরাপদে খুঁজে পাওয়া যায়। উদ্ধার দল শুরু থেকেই কাজ করছে। আমি আজ সেখানে যাচ্ছি।