প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২১ ১৫:০০:৪৭ | আপডেট: ৩ years আগে
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে অভিবাসন বিভাগের অভিযানের সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২৮০ জন পুরুষ ও ২৯ জন নারী। তাদের বয়স ২০- ৫০ বছরের মধ্যে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার ১৯৩ জন, মিয়ানমারের আটজন, ভিয়েতনামের চারজন এবং ভারতের দুইজন নাগরিকও রয়েছেন।

অভিযানের নেতৃত্ব দেন মালয়েশিয়া ইমিগ্রেশনের ডিজি খাইরুল জাইমি দাউদ। তিনি বলেন: তার বিভাগ স্থানীয় জনগণের কাছ থেকে তথ্য পেয়ে সেখানে অভিযান চালায়। যারা আন্দোলন নিয়ন্ত্রণ আদেশের (এমসিও) স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছেন তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন: 'আমি অপারেশন টিম নিয়ে সেখানে পৌঁছে দেখতে পাই, তাদের বাসস্থান অনেক ঘন, নোংরা এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই। তারা স্বীকার করে বলেছে, একটি রুমে একসঙ্গে চার থেকে সাতজন লোক থাকতো।'

তিনি জানান, 'আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে তাদের করোনা পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।'