প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২২ ২০:০৪:২৪ | আপডেট: ২ years আগে
মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন নারীরা

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ ঘোষণা দিয়েছেন, এখন থেকে নারীদের হজে যেতে আর মাহরাম নিয়ে যেতে হবে না।

সোমবার কায়রোতে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী। খবর সৌদি গ্যাজেটের।

তৌফিক আল-রাবিয়াহ বলেন, মক্কার গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণের খরচ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তিনি বলেন, হজ ও উমরাহর খরচ কমাতে সৌদি আরব চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই খরচের সাথে বেশ কিছু বিষয় জড়িত।

তিনি আরও জানান, সম্প্রতি দুই পবিত্র মসজিদে হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধা দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, ডিজিটালাইজেশনের কাজ হচ্ছে।

ওমরাহ ভিসা নিয়ে তিনি বলেন, ভিসা দেয়ার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। যে কোনো দেশের মুসলিমরা যে কোনো ভিসায় এলেই ওমরাহ পালন করতে পারবে।