মিয়ানমারে এ বছরের সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়া হিসেবে দেশটিতে অস্ত্র বিক্রি স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ আহ্বান জানানো হয়। এ সময় মিয়ানমারের সামরিক শাসনের তীব্র নিন্দা জানিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করা সামরিক জান্তাকে নিন্দা জানিয়ে এ প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে আহ্বান জানানো হয়েছে।
আইনগত দিক দিয়ে না হলেও রাজনৈতিক দিক দিয়ে এ আহ্বান ও নিন্দা প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের নিন্দা প্রস্তাব ও অস্ত্র বিক্রি স্থগিত রাখার আহ্বান ১১৯টি দেশ সমর্থন করলেও বেলারুশ এর বিপক্ষে ভোট দিয়েছে।