প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মিয়ানমারে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২২ ১২:১৯:১৯ | আপডেট: ২ years আগে
মিয়ানমারে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

সংঘর্ষে বিধ্বস্ত মিয়ানমারে প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা। খবর আল জাজিরার।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সংস্থাটির মতে, সামরিক সরকার ও বিরোধীদের মধ্যে চলমান লড়াই এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে ইতোমধ্যেই দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। মিয়ানমারে সম্প্রতি যুদ্ধ বেড়েছে। হামলা, ল্যান্ডমাইন এবং যুদ্ধের বিস্ফোরকের অবশিষ্টাংশসহ বিস্ফোরণ জড়িত ঘটনার কারণে দেশটির বেসামরিক নাগরিকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সেই সাথে দেশটিতে ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে অপর্যাপ্ত।

আরও পড়ুন- মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বহরে গোলাগুলি, হতাহত ৪

ওসিএইচএ বলছে, সেনাবাহিনী দখল নেয়ার পর থেকে দেশটিতে প্রায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু। এছাড়াও প্রায় ৪০ হাজার ২০০ মানুষ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে এবং ১২ হাজার ৭০০ টিরও বেশি ‘বেসামরিক সম্পত্তি’ (বাড়ি, গীর্জা, মঠ, স্কুল) ধ্বংস হয়েছে বলে অনুমান করা হয়েছে।

এই বছরের প্রথম ত্রৈমাসিকের শেষ পর্যন্ত, মিয়ানমারের ২.৬ মিলিয়ন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছেছে।