প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মিসর সীমান্তের কাছে বন্দুক হামলায় ইসরায়েলের সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৩ ১৯:৪২:১২ | আপডেট: ১ year আগে
মিসর সীমান্তের কাছে বন্দুক হামলায় ইসরায়েলের সেনা নিহত

মিশর সীমান্তের কাছে এক বন্দুকধারীর হামলায় ইসরায়েলের তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর বিবিসির

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শনিবার সকালে একজন নারী ও একজন পুরুষ সেনাসদস্যকে হত্যা করা হয়। একজন কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে খোঁজাখুঁজি শুরু করলে ওই দুই সেনাসদস্যের মরদেহ আবিষ্কার হয়।

পরে সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করা হয়। তল্লাশি অভিযানের সময় তৃতীয় আরেক সেনা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিবিসি জানায়, সীমান্তে মাদক চোরাচালানের একটি অভিযান ব্যর্থ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বন্দুক হামলার এ ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রিপার্ড হ্যাক্ট বলেন, অভিযানে জব্দ হওয়ার মাদকের মূল্য প্রায় ৪ লাখ পাউন্ড।

মাদক পাচারের ওই ঘটনার সঙ্গে সীমান্তে বন্দুক হামলার যোগসূত্র আছে বলে ধারণা প্রকাশ করেন তিনি।