প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২২ ০৯:৩৫:১১ | আপডেট: ২ years আগে
মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল: ইরান

ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে আরব তথা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ শনিবার এক টুইটে তিনি একথা করেন।

শামখানি আরও বলেছেন, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। এই নীতির আলোকেই ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রক্রিয়া চলছে।

ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত চার দফা আলোচনা করেছে ইরান। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান প্রতিবেশী হিসেবে ইরানের সঙ্গে সহাবস্থানের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। তবে তিনি এও বলেছেন যে, ইসরায়েলকে তারা শত্রু হিসেবে দেখে না এবং ইসরায়েল হচ্ছে তাদের সম্ভাব্য মিত্র।

সূত্র: পার্সটুডে