জাপানের রাজধানী টোকিওতে একটি পাতাল ট্রেনে ছুরি হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছে। এতে জড়িত সন্দেহে ব্যাটম্যান কমিক্সের জোকার চরিত্রের মতো পোশাক পরা ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টোকিও শহরের পশ্চিমে কোকুরিও স্টেশনের কাছে স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ওই যুবক প্রশাসনকে বলেছে, মানুষদের হত্যা করার উদ্দেশ্যেই সে এ কাণ্ড ঘটিয়েছে, যাতে তাকে মৃত্যুদণ্ড দেয়া যায়।
জাপানে এমন হিংসাত্মক অপরাধের ঘটনা খুব কম, তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক ছুরি হামলার ঘটনা ঘটেছে।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষ যখন হ্যালোইন পার্টিতে যাচ্ছিল, ঠিক তখনই এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন ওই ব্যক্তি গাড়িতে স্প্রে করে আগুন ধরিয়ে দেয়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন ধরিয়ে দেয়ার পর প্রাণ বাঁচাতে যাত্রীরা দৌড়াচ্ছেন এবং ট্রেনের জানালা দিয়ে বের হবার চেষ্টা করছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একটি উজ্জ্বল বেগুনি ও সবুজ রঙের স্যুট পরেছিলেন।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, আমি ভেবেছিলাম এটি একটি হ্যালোইন স্টান্ট। এরপর আমি একজনকে এ পথে হাঁটতে দেখলাম, ধীরে ধীরে একটি লম্বা ছুরি বের করে সে নাড়ছিল।
টোকিও ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এপি সংবাদ সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের গুরুতর আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় ছুরিকাঘাতের পর এক বৃদ্ধ ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছিলেন।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, যাত্রীরা আক্রমণকারীর কাছ থেকে দৌড়ে পালাচ্ছেন, অনেকেই ট্রেনের জানালা দিয়ে উঠছে।
গত আগস্টেও এ ধরনের হামলার ঘটনা ঘটে। সে সময় আহত হয় অন্তত ১০ জন। তারও আগে ২০১৯ সালে কাওয়াসাকিতে বাসের জন্য অপেক্ষায় থাকা স্কুলছাত্রদের ওপর আক্রমণ করে একজন ব্যক্তি, ওই হামলায় ২ জন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়।