মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয় বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
ফরাসি বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানান যায়।
বেসামরিক সুরক্ষা কর্মকর্তা পেদ্রো নুনেজ জানান, একটি বেসরকারী সংস্থার বাসটি প্রতিবেশী রাজ্য জালিস্কোর গুয়াদালাজারা থেকে নয়ারিতের গুয়াবিটোসে আসার পথে সমুদ্র সৈকত থেকে ২২০ কিলোমিটার দূরে রাস্তা থেকে ছিটকে পড়লে এ ঘটনা ঘটে।
নুনেজ বলেন, যাত্রীরা সবাই মেক্সিকান নাগরিক। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।