প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মেক্সিকোতে মুখোশধারীদের হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৩ ১৬:৪৭:৩৫ | আপডেট: ২ years আগে
মেক্সিকোতে মুখোশধারীদের হামলায় নিহত ৯

মেক্সিকোর টোলুকা শহরের একটি মার্কেটে মুখোশধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছরের কম বয়সী তিন জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর টোলুকা শহরের একটি বাজারে হামলা এবং অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজনের হাসপাতালে মৃত্যু হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তার দায় কেউ এখনো স্বীকার করেনি এবং দেশটির আইন শৃঙ্খলাবাহিনীও নিশ্চিত হতে পারেনি।

টোলুকা শহরের মেয়র জানান, ব্যবসায়ী এবং মার্কেটের মালিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। তবে মার্কেটে আগুন লাগানোর আগে সেখানে বন্দুক হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বাজারটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাজার। এখানে প্রতিদিন ২৬ হাজারেরও বেশি ভ্রমণকারী আসেন। দেশটিতে বাজারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম নয় নয়। এর আগে স্টল বসানো নিয়ে দ্বন্দ্বের কারণে বেশ কয়েকটি আগুন লাগানোর ঘটনা ঘটেছে।