প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মেক্সিকোর ওয়াটার পার্কে বন্দুকহামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩ ১১:২৪:৩০ | আপডেট: ১ year আগে
মেক্সিকোর ওয়াটার পার্কে বন্দুকহামলায় নিহত ৭
ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ওয়াটার পার্কে শনিবার বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। এতে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর কোর্তেজার পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে।

পৌরসভাটির সিটি হলের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ‘লা পালমা সুইমিং রিসোর্টে’ এ হামলা চালায় একদল বন্দুকধারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়েছে।

এখন পর্যন্ত এ হামলায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ।   

উল্লেখ্য, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে মাদক সংক্রান্ত সহিংসতা বেড়েছে। সান্তা রোসা দে লিমা অপরাধ গোষ্ঠী এবং জ্বালানি চুরি এবং মাদক পাচারের জন্য পরিচিত ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর সবচেয়ে সহিংস হয়ে উঠেছে সমৃদ্ধ শিল্প রাজ্যটি।