অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে রাখাইন রাজ্যে প্রবল বাতাস বইছে, শুরু হয়েছে বৃষ্টি। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে মোখা রাজ্যটির রাজধানী সিতওয়ের কাছে আঘাত হানতে পারে। এ নিয়ে ইতিমধ্যে রাখাইনের লাখো মানুষ বাড়িঘর ছেড়েছে।
মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর বলছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা রাখাইন উপকূলে আঘাত হানবে। সংস্থাটি বলছে, সিত্তেতে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে শুরু করেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি সিতওয়ে অতিক্রম করবে। ইতোমধ্যে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিতওয়ের পরিস্থিতি খারাপ বলে জানা যাচ্ছে। ঝড়ো হাওয়ায় সেখানে একটি টেলিকম টাওয়ার ভেঙে পড়েছে।
মিয়ানমার আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছেন, মিয়ানমার উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এবং আগামী দুই ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্র সিতওয়ে অতিক্রম করবে।
এ ছাড়া মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর সবশেষ এক বিবৃতিতে বলেছে ‘এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন স্টর্ম’ মোখা সিতওয়ে অতিক্রম করা শুরু করেছে। প্রতি ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১২০ মাইল, যা ১৩৭ মাইল পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এ নিয়ে বিভিন্ন জায়গায় সকাল থেকে বিদ্যুৎ নেই, ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। ইন্টারনেট সংযোগের জন্য এখন শুধু মোবাইল ডাটাই কাজ করছে মিয়ানমারে।