দ্বিতীয় মেয়াদে ইমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই দেশটির রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছেন অনেকে। এ সময় তাদের দমনে দাঙ্গা পুলিশ লাঠিপেটা করছে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, ভোটের ফলাফল ঘোষণার পর প্যারিসের শ্যাতেলেটে বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই তরুণ। তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ তা ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয় এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।
গতকাল ভাগ্যনির্ধারণী চূড়ান্ত পর্বের (রানঅফ) ভোটে উগ্র ডানপন্থী নেতা হিসেবে পরিচিত মারিন লা পেনকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ৫ বছরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ম্যাক্রোঁ।
জয়ের পর আইফেল টাওয়ারের বেদিতে সমর্থকদের উদ্দেশ্যে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি সবার প্রেসিডেন্ট হবেন।
হেরে যাওয়ার পরেও মারিন লা পেন বলেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন।
ম্যাক্রোঁর এ বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপিয়ান নেতারা। কারণ, তাদের ভয় ছিল কট্টর ডানপন্থী প্রার্থীরা ইউরোপীয়ান ইউনিয়নের নীতি বিরোধী প্রস্তাব করবে।