প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাজ্য-চীন সম্পর্কের স্বর্ণযুগ শেষ: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২২ ১৭:১০:৩৪ | আপডেট: ১ year আগে
যুক্তরাজ্য-চীন সম্পর্কের স্বর্ণযুগ শেষ: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (ফাইল ছবি)

যুক্তরাজ্যের সঙ্গে চীনের সম্পর্কের কথিত ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বৈদেশিক নীতি বিষয়ে প্রথম বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

ওই বক্তব্যে এশিয়ার পরাশক্তি চীনের প্রতি যুক্তরাজ্যের অবস্থানকে ‘বিকশিত’ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, এখন যুক্তরাজ্যকে প্রতিযোগীদের প্রতি প্রতি ‘শক্তিশালী বাস্তববাদ’ দিয়ে লক্ষ্য পূরণের পরিকল্পনা করতে হবে। তবে বিশ্বে চীনের গুরুত্বকে উপেক্ষা করা যাবে না।

ঋষি সুনাক গত মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনের বিরুদ্ধে যুক্তরাজ্যের অবস্থান আরও কঠোর করার জন্য চাপের মুখে রয়েছেন।

পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের ইঙ্গিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, প্রতিবাদের মুখে চীন ‘বিবিসির সাংবাদিককে লাঞ্ছিত করাসহ আরও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।’

তিনি বলেন, আমরা স্বীকার করি, চীন আমাদের মূল্যবোধ এবং স্বার্থের জন্য একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একটি চ্যালেঞ্জ আরও তীব্রতর হয়ে ওঠে যখন এটি আরও বৃহত্তর কর্তৃত্ববাদের দিকে এগিয়ে যায়।

পরে ঋষি সুনাক বলেন, যুক্তরাজ্য ও চীন সম্পর্কের স্বর্ণযুগ শেষ হয়ে গেছে। এছাড়া পশ্চিমাদের সঙ্গে আরও বাণিজ্য চীনকে রাজনৈতিক সংস্কারের দিকে নিয়ে যাবে, এ ধারণাও কার্যত কোনো গ্রহণযোগ্যতা নেই।