প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৮:৫৫ | আপডেট: ২ years আগে
যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ এনেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুতিন বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য অজুহাত হিসেবে একটি সংঘর্ষ ব্যবহার করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

তিনি আরও বলেন, ইউরোপে ন্যাটো জোটের সামরিক বাহিনীর কার্মকাণ্ড নিয়ে রাশিয়ার উদ্বেগকে উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র খুব বেশি উদ্বিগ নয় বলে আমার কাছে মনে হচ্ছে। তাদের (ওয়াশিংটনের) প্রধান কাজ হচ্ছে রাশিয়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করা। আর এই লক্ষ্য পূরণে ইউক্রেন পশ্চিমাদের কাছে একটি ইস্যু মাত্র।

ইউক্রেনের সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন সীমান্তে ট্যাংক, আর্টিলারসহ এক লাখ সৈন্য মোতায়েন করেছে। কিন্তু রাশিয়া ইউক্রেনে আক্রমণের পশ্চিমা দেশগুলোর অভিযোগ অস্বীকার করে আসছে।