প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধ চায় না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১ ১০:১৪:৩৫ | আপডেট: ৩ years আগে
যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধ চায় না: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন শীতল যুদ্ধ চায় না।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনও দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যেসব দেশ এগিয়ে আসবে এবং শান্তিপূর্ণ সমাধান থেকে শুরু চ্যালেঞ্জ ভাগাভাগি করতে চায়। এমনকি যদি অন্যদের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে ভিন্নমত থাকে তবুও কাজ করতে প্রস্তুত আমরা।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে যুক্তি তুলে ধরে বাইডেন বলেছেন, অগণতান্ত্রিক ব্যবস্থা, করোনা মহামারি ও জলবায়ু সংকটের দিকে মার্কিন নীতিকে মনোযোগী করার জন্য আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রয়োজন ছিল।

আফগানিস্তানে যুদ্ধের অবসানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিরলস কূটনীতির এক নতুন যুগের সূচনা করেছে।

তিনি বলেন, আমরা আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনেছি এবং যেহেতু আমরা অবিরত যুদ্ধের যুগ শেষ করেছি, তাই আমরা অবিরত কূটনীতির যুগ শুরু করেছি।

বিশ্বের সব সমস্যা সমাধানের জন্য অবশ্যই মার্কিন বাহিনীকে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন বাইডেন।