প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২২ ১০:৩১:১৩ | আপডেট: ১ year আগে
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা
র‍্যাপার টেকঅফ

যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে মিগোস ব্যান্ডের জনপ্রিয় তরুণ র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালি ভবনে তাকে গুলি করা হয়।

২৮ বছর বয়সি এই তারকার আসল নাম ক্রিশ্নিক খারি বল। তার জন্ম ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের লরেন্সভিলে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়- স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টেকঅফ তার চাচা ও ব্যান্ড সহযোগী কুয়াভোর সঙ্গে পাশা খেলছিলেন। এ অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে। নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনলেও গুলি কে ছুড়েছে তা দেখতে পায়নি।

পুলিশ বলছে, ৪০-৫০ জন অতিথির উপস্থিতিতে ব্যক্তিগত একটি পার্টি চলাকালে কেউ টেকঅফের ওপর গুলি চালায়। তার মাথা কিংবা ঘাড়ে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

২০০৮ সালে তিনি একজন র‍্যাপার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। চাচা কুয়াভো এবং কাজিন অফসেটকে নিয়ে গড়ে তোলেন হিপ-হপ ব্যান্ড দল মিগোস। টেকঅফকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় র‍্যাপারদের একজন বলেই গণ্য করা হয়।