প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্রে হামলা: ৩৫ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২ ০৯:৫৩:১৮ | আপডেট: ১ year আগে
যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্রে হামলা: ৩৫ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মুর কাউন্টিতে বন্দুক হামলার ঘটনায় বিদ্যুতের দুটি সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই এলাকার অন্তত ৩৫ হাজার ৪০০ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। খবর রয়টার্স

শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিদ্যুতের সাব স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো অঞ্চলটি। যার ফলে ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ। পরিস্থিতির আরও অবনতির শঙ্কায় ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সাব স্টেশন দুটি মেরামত করতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। তাই স্থানীয় পুলিশ কার্যালয় সোমবার সেখানকার স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে এখন পর্যন্ত এ ঘটনার জন্য কোনো ব্যক্তি বা সংগঠন দায় স্বীকার করেনি।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার টুইটারে বলেছেন, এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা মারাত্মক এবং উদ্দেশ্যমূলক অপরাধ। আমি আশা করি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং এ ঘটনার সাথে জড়িত দোষীদেরকে শাস্তি আওতায় আনবে।

 

বিষয়টি বিভিন্ন আঙ্গিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে মুর অঞ্চলের পুলিশ কর্মকর্তা রনি ফিল্ডস বলেন, ধরন দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হামলা। এই ঘটনার মধ্যদিয়ে মার্কিন সমাজের চরম নিরাপত্তাহীনতার চিত্র নতুন করে ফুটে উঠলো।