প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩ ১২:০৬:৩০ | আপডেট: ৪ মাস আগে
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নেভাডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বুধবার ৬ ডিসেম্বর লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, নেভাডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় বন্দুকধারী নিজেও মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী ঢুকে গোলাগুলি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, ধাওয়া পাল্টা ধাওয়াতে অভিযুক্ত ব্যক্তি মারা যায়। এই ঘটনার ৩ ঘণ্টা পর বিশ্ববিদালয়ের সবাইকে পুলিশ নিরাপদ অবস্থানে থাকার জন্য অনুরোধ জানায় এবং তদন্ত চালিয়ে যায়।

বন্দুক সহিংসতার তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এই বছর ৬০০ টিরও বেশি গণ গুলির ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার পর্যন্ত এমন ৩৮টি ঘটনা ঘটেছে যেখানে অন্তত চারজন নিহত হয়েছে।