প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২১ ০৯:৪৭:২৪ | আপডেট: ৩ years আগে
যুক্তরাষ্ট্রে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, আটক ২
জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুন

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনকে হত্যা অথবা গুরুতর আহত করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আটককৃত দুজনই মিয়ানমারের নাগরিক। গোপন সংবাদেরভিত্তিতে ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ নামের ওই দুই ব্যক্তিকে নিউইয়র্ক থেকে তাদের আটক করা হয়।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আটককৃত ওই দুই ব্যক্তি ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন, যাতে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান।

বিবিসি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমার সেনা অভ্যুত্থানের পর থেকেই সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন চিয়াও মোয়ে তুন। পরবর্তী সময়ে তাকে বরখাস্ত করে সামরিক জান্তা। কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।

এমনকি চিয়াও মোয়ে তুনকে সমর্থন দিয়ে যাচ্ছে জাতিসংঘও। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে একের পর এক তথ্য ফাঁস করছেন তিনি। সবমিলিয়ে সামিরক সরকারের একজন সোচ্চার সমালোচক হিসেবে বেশ পরিচিত চিয়াও মোয়ে তুন।

অ্যাটর্নি অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিও হেইন হুত ও ইয়ে হেইন যাউ দুজন মিলে পরিকল্পনা করছিলেন যে, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলা করে আহত অথবা হত্যা করা হবে। আমেরিকার মাটিতে এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।’

এদিকে এই বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী হুতের অ্যাকাউন্টে চার হাজার মার্কিন ডলার পাঠান ২৮ বছর বয়সী যাউ। এই অর্থ ওই হামলা পরিকল্পনার অগ্রিম হিসেবে দেওয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে।