প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ১২ মৃত্যু, বিদ্যুৎহীন ১৫ লাখেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২ ১০:০০:৫০ | আপডেট: ১ year আগে
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ১২ মৃত্যু, বিদ্যুৎহীন ১৫ লাখেরও বেশি

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও তীব্র ঠাণ্ডায় কাবু হয়ে আছে দেশটির অন্তত ২০ কোটি মানুষ।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং শুক্রবার দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটি সাউথ ডাকোটায় জ্বালানি ফুরিয়ে যাওয়ায় মানুষ কাপড় পুড়িয়ে নিজেকে গরম রাখছে।

এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করেন, যুক্তরাষ্ট্র এবং কানাডাজুড়ে তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকায় মাত্র পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে অনাবৃত ত্বকে ফ্রস্টবাইট হতে পারে।

মার্কিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহের কারণে এবারের বড়দিনে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষার জমতে পারে।