প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২ ১৫:০২:১৭ | আপডেট: ১ year আগে
যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
বিবিসি ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিকের একটি ওয়ালমার্ট সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বিবিসি’র।

এ ঘটনার পর দেশটির পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার আচমকাই ওয়ালমার্টের স্টোরে হামলা চালায় ওই ব্যক্তি। পরে হামলাকারীর মৃত্যু হয়। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে -তা স্পষ্ট নয়। কী কারণে হামলা, তাও খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।

সেসাপেক পুলিশের তথ্য কর্মকর্তা লিও কোসিনস্কি জানান, স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটে ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের সংখ্যা ১০ জনের বেশি নয়।

বিবিসি বলছে, ধারণা করা হচ্ছে, হামলাকারী ওয়ালমার্টের স্টোর ম্যানেজার। এলোপাতাড়ি গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেন।

ভার্জিনিয়ার স্টেট সিনেটর লুইসি লুকাস বলেন, ‘এই ঘটনায় আমি স্তব্ধ। এই হামলায় আমার হৃদয় ভেঙে গেছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’