প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হবে ‘ভয়াবহ বিপর্যয়’: চীনা প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৩ ১২:৪৬:৪৬ | আপডেট: ১০ মাস আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হবে ‘ভয়াবহ বিপর্যয়’: চীনা প্রতিরক্ষামন্ত্রী
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিয়ে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। তিনি বলেছেন, সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় চীন। এ সময় লি সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় নেমে আসবে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তৃতা দিতে গিয়ে লি রোববার বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে বেড়ে ওঠার জন্য বিশ্ব যথেষ্ট বড়। চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা আছে এবং অনেকক্ষেত্রেই ভিন্ন।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতা গভীর করার জন্য অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ অনুসন্ধান থেকে উভয় পক্ষকে আটকে রাখা উচিত নয়। লি বৈঠকে বলেন, এটা অনস্বীকার্য যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি তীব্র সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য একটি অসহনীয় বিপর্যয় নিয়ে আসবে।

বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও চিপ রপ্তানি নিয়ে বিধিনিষেধ ইস্যুতে দেশ দুইটির সম্পর্ক ভাল অবস্থানে নেই।