প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে সরব এরদোগান, পুতিন-জেলেনস্কির সাথে ফোনালাপ আজ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২২ ১০:৪৯:৫৭ | আপডেট: ২ years আগে
যুদ্ধ বন্ধে সরব এরদোগান, পুতিন-জেলেনস্কির সাথে ফোনালাপ আজ

প্রায় ১০০ দিন হতো চললো ইউক্রেনে রাশিয়ার হামলার। এরই মধ্যে বহু সাধারণ মানুষ ও সেনা সদস্য নিহত হয়েছে, ধ্বংস হয়েছে অনেক স্থাপনা। এ যুদ্ধ বন্ধে এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে।

এরই ধারাবাহিকতায় এবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলবেন।

সোমবার যুদ্ধে জড়িত দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে এরদোগানের কথা বলার সময় নির্ধারিত হয়েছে। খবর ইউক্রেনীয় গণমাধ্যম ইউক্রেন ফ্রম নেটের। পুতিনের সঙ্গে আলাপের একই খবর দিয়ে রাশিয়র রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আরটি।

প্রতিবেদনে বলা হয়, এরদোগান বলেন, “আমরা বিশ্বাস করি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শান্তিতে শেষ হবে। কিন্তু মনে হচ্ছে, পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। সোমবার, আমি রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথে ফোন কল কররো।”

তার মতে, তুরস্ক “পক্ষগুলোকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে পরিচালিত হতে উৎসাহিত করবে।”

গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে তুরস্ক নিরপেক্ষ অবস্থান নিয়েছে। ইউক্রেন এবং রাশিয়া উভয়ের সাথে সম্পর্ক বজায় রেখেছে আঙ্কারা। মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। সেইসাথে সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার ভূমিকা রাখার চেষ্টা করছে।