প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুদ্ধবিরতির নির্দেশ পুতিনের, ইউক্রেনের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩ ১১:২৭:৩৫ | আপডেট: ১ year আগে
যুদ্ধবিরতির নির্দেশ পুতিনের, ইউক্রেনের প্রত্যাখ্যান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধবিরতিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরার।

বৃহস্পতিবার পুতিন যুদ্ধবিরতির ওই নির্দেশ দেন। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব। ভণ্ডামি নিজেদের কাছেই রাখুন’।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিনের ওই যুদ্ধবিরতির নির্দেশ ৬ জানুয়ারি শুক্রবার মধ্যদুপুর থেকে কার্যকর হবে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর এই প্রথম আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির ঘোষণা এলো।

অর্থোডক্স খ্রিস্টানরা আগামী ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে। রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশে অনেক অর্থোডক্স খ্রিস্টান বসবাস করে।

বৃহস্পতিবার পুতিন তার নির্দেশে বলেন, ‘মহাপবিত্র প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদনকে বিবেচনায় নিয়ে আমি রুশ ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিচ্ছি যেন ইউক্রেইনের সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে রাশিয়ার সময় আগামীকাল ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়।