ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৬৭ হাজার ৪৭০ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। খবর গার্ডিয়ানের।
রোববার গার্ডিয়ানের এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সর্বশেষ এই তথ্য জানায়।
ইউক্রেন দাবি করছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার আনুমানিক ৪০০ সেনা নিহত হয়েছে বলে ইউক্রনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আরও পাঁচটি ট্যাঙ্ক এবং দুই হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এতে রাশিয়ার মোট ধ্বংস হওয়া ট্যাঙ্কের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৪।
তবে ইউক্রেনের এই দাবি গার্ডিয়ানের পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৪২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।