চলমান যুদ্ধ অবসানের পথ খুঁজতে বেলারুশের অজ্ঞাত স্থানে ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধিদের দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কিয়েভ আশানুরূপ ফল না পেলেও মানবিক সহায়তার ‘করিডোর’ নিয়ে দুই পক্ষে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের এক আলোচক।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের অষ্টম দিনে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রুশ ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে এই দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল এখনও আসেনি। শুধু মানবিক করিডোর খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তিনি এক টুইটার পোস্টে এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, আলোচনায় কিয়েভের লক্ষ্য রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠায় রাজি করানো, যাতে বেসামরিক মানুষজন গোলযোগপূর্ণ এলাকা ছেড়ে চলে যেতে পারে এবং তুমুল লড়াইয়ের জায়গাগুলোতে মানুষকে চিকিৎসা ও খাদ্য সাহায্য পৌঁছে দেওয়া যায়। তাছাড়া, দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিও আলোচ্যসূচিতে থাকার কথা তিনি জানিয়েছিলেন।
এদিকে, রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ও সাবেক সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেডিনস্কি বলেন, সামরিক সংঘর্ষের অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের বাঁচানোর বিষয়ে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, রাশিয়া বেসামরিক লোকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি তারা যুদ্ধ পরিস্থিতিতে পড়েন, তাহলে মানবিক করিডোরগুলো ব্যবহার করার জন্য।
রাশিয়ার আরেকজন প্রতিনিধি ও আইনপ্রণেতা লিওনিড স্লুটস্কি বলেন, সিদ্ধান্তগুলো 'অদূর ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে'। উল্লেখ্য, এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেন। কিন্তু বড় কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়।