যেকোনো সময় পদ ছাড়তে পারেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। দেশটির জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন রাজনীতিক ও বুদ্ধিজীবীকে একথা তিনি নিজেই জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আবদাল্লাহ হামদকের ঘনিষ্ঠ দু’টি সূত্র মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
গত ২৫ অক্টোবর অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে আটক করে সুদানের সেনাবাহিনী। সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এই ক্ষমতা দখলের পর থেকেই দেশটির হাজার হাজার নাগরিক প্রায় প্রতিদিনই বিক্ষোভে অংশ নেন।
এরপর সুদানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের রাজনৈতিক চুক্তি স্বাক্ষরের পর আব্দাল্লাহ হামদককে গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করা হয়েছিল। রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদে স্বাক্ষরিত ১৪ শর্ত বিশিষ্ট রাজনৈতিক চুক্তি অনুযায়ী তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়।
রাজনৈতিক চুক্তি করে অভ্যুত্থানকারীদের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিরোধীদের আন্দোলনের মুখে ছিলেন সুদানের প্রধানমন্ত্রী। হামদকের ক্ষমতায় ফেরার সিদ্ধান্ত ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে গত শনিবার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।