প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রাশিয়ার ১৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২ ১৪:৪২:০৫ | আপডেট: ১ year আগে
রাশিয়ার ১৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে ইইউ

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ১৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ। খবর এএফপির।

শুক্রবার বার্তাসংস্থা এএফপির এক পরিসংখ্যান বলছে, বেলজিয়াম সাড়ে তিন, লুক্সেমবার্গ আড়াই, ইতালি দুই দশমিক তিন এবং জার্মানি দুই দশমিক বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে। ২৫ নভেম্বরের ঘোষিত তথ্য অনুসারে, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্পেন, রাশিয়ার ১ বিলিয়ন করে সম্পদ জব্দ করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রুশ অর্থনীতির বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও কিছু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ আরও ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে বলে জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধে ভূমিকা রাখার অভিযোগে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউউ। এছাড়াও জব্দকৃত সম্পদ ইউক্রেন পুনর্গঠনের পেছনে ব্যয় করার কথাও ভাবছে তারা।