রাশিয়া-ইউক্রেন যুদ্ধের “উত্তপ্ত পর্ব” দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা ও বুদ্ধিমত্তা সংক্রান্ত কমিটির সদস্য ফায়োদর ভেনিস্লাভস্কি। খবর আল জাজিরার।
তিনি বলেন, ‘দুই থেকে তিন মাসের মধ্যে সংঘর্ষ সম্পূর্ণভাবে শেষ হওয়া উচিত।’
ভেনিস্লাভস্কি জানান, তার মূল্যায়নটি বেশ কয়েকটি কারণের ওপর ভিত্তি করে করা। যার মধ্যে রয়েছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রদর্শন করেছে কীভাবে ইউক্রেনীয় ভূমি থেকে শত্রুকে দূর করা যায়।
কারণ হিসেবে তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা মিত্ররা কেবল তাদের মূল্যায়ন পরিবর্তন করেনি, বরং তারা ইউক্রেনের জরুরিভাবে আরও নতুন মডেলের অস্ত্র প্রয়োজন এটা বুঝতে পেরেছে, যা তারা এরইমধ্যে ইউক্রেনকে দিতে শুরু করেছে।