প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন সংঘাত: মাখোঁ ও জেলেনস্কির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২২ ১৩:৩০:২৬ | আপডেট: ২ years আগে
রাশিয়া-ইউক্রেন সংঘাত: মাখোঁ ও জেলেনস্কির ফোনালাপ

ইউক্রেন সংঘাত সমাধানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনালাপ হয়েছে। খবর তাস’র।

শনিবার এলিসি প্রাসাদ’র এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ দুই প্রেসিডেন্ট ইউক্রেন দীর্ঘ মেয়াদী সংঘাতের একটি স্থায়ী সমাধান ও ইউরোপের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনার ওপর জোর দেন।

এলিসি প্রাসাদ জানায়, এ প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার ব্যাপারে তার প্রতিশ্রুতি বজায় রাখার এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে চুক্তির শর্তগুলো সহজতর করার ক্ষেত্রে তারা ইচ্ছার কথা ব্যক্ত করেন।