দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন উপলক্ষে আজ বার্ষিক কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া করছে রাশিয়া। মস্কোর ইউক্রেন অভিযানের প্রেক্ষিতে এই মহড়াকে ‘সামরিক শক্তি প্রদর্শন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর এএফপি’র।
শনিবার রাশিয়া বিজয়ের ৭৭ তম বার্ষিকী উপলক্ষে মিছিল করা হয়েছে। এতে যোগ দিয়েছে- হাজার হাজার রুশ সৈন্য, মস্কোর রেড স্কোয়ার্ড ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তৃতীয় মাস চলছে। এর মধ্যেই বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মস্কো।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই কুচকাওয়াজ;দেশটির একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। সামরিক শক্তির প্রদর্শন হিসেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত দুই দশক ক্ষমতায় থাকার জানান দিচ্ছে। সেই সাথে প্রতি বছরের মতো এবারও কুচকাওয়াজে ভাষণ দেবেন পুতিন।
ক্রেমলিন জানিয়েছে, কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য কোনো বিদেশি নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি।
রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ৭৭টি বিমান ফ্লাইপাস্টে অংশ নেবে, যার মধ্যে বিরল আইএল-৮০ ডুমসডে প্লেন রয়েছে। যে গুলো পারমাণবিক হামলা প্রতিরোধ করতে সক্ষম।