ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, অধিকৃত ক্রিমিয়ার উত্তরাঞ্চলে রুশ ক্রেপণাস্ত্রের একটি চালানে হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং বিপুল পরিমাণের রাশিয়ান কালিবর-কেএন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। রেলপথে করে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল।
ইউক্রেনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, বিস্ফোরণে রাশিয়ার একাধিক ক্রুজ মিসাইল ধ্বংস হয়েছে। সোমবার শেষ নাগাদ ইউক্রেনের সামরিক সংস্থা এই দাবি করেছে। তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তার বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অধিকৃত ক্রিমিয়ার উত্তরে ঝানকোই শহরে বিস্ফোরণে রাশিয়ান কালিবর-কেএন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র কৃষ্ণসাগরে অবস্থানরত রুশ নৌবহরে নেয়া হচ্ছিল বলে দাবি ইউক্রেনের।
ক্রিমিয়ার রুশ নিয়ন্ত্রিত শহর ঝানকোই প্রশাসনের প্রধান ইহর ইভিন জানান, ড্রোন দিয়ে শহরে হামলা চালানো হয়েছে। এতে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।
আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশা করা হচ্ছে তিনি সুস্থ হবেন বলে জানান ইহর ইভিন। ইহর ইভিনকে বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, হামলায় একটি স্কুল, বাড়ি এবং মুদির দোকানে আগুন ধরে যায় এবং পাওয়া গ্রিডও ক্ষতিগ্রস্ত হয়েছে।